নিজস্ব প্রতিবেদকঃঃ মাঘের হাড়কাঁপানো শীতের সময়েও সিলেটে হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এছাড়াও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
সিলেট অঞ্চলের জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, ছয়দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বিএ/৪ ফেব্রুয়ারি