মৌলভীবাজার প্রতিনিধিঃঃ দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্ত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার মধ্যে বর্ডার হাট নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুরমাঘাট ও ভারতের কমলপুর সীমান্তে এই হাটের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, এই হাটের মাধ্যমে দুই দেশের বাণিজ্যের উন্নতি হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সীমান্তবর্তী মানুষ হাতের নাগালে পাবে। সীমান্তে চোরাচালান কমে আসবে। এতে দু-দেশের মধ্যে ভ্রাতৃত্ব বাড়বে। এ ছাড়া পর্যটন প্রসারিত হবে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২৭২ শতক জায়গায় কুরমাঘাট-কমলপুর বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশি টাকার হিসেবে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা। ১৮টি পণ্য নির্ধারণ করা হয়েছে, যা এই বাজারে বেচা-কেনা হবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার তিন ঘণ্টার জন্য এই হাট বসবে। ২০২৩ সালে এই হাট চালু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সীমান্ত এলাকায় বৈধ বাণিজ্য নিশ্চিতে ২০১১ সালে যাত্রা শুরু করেছিল সীমান্ত হাট কার্যক্রম। এ হাটের প্রথম যাত্রা শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার বালিয়ামারি সীমান্তে সোনাভরি নদের তীরে। উদ্দেশ্য ছিল সীমান্তের দুই পাড়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে তাদের জীবন যাত্রার মানের উন্নয়ন করা ও দু-দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।
বিএ/৪ ফেব্রুয়ারি