বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদ ‘৯৪ এর ভিপি মোহাম্মদ হেলিমুল হক হেলিম আর নেই। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ৫টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৯ বছর। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় শেওলা ইউনিয়নের শালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের বড় মামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এদিকে, সাবেক ভিপি হেলিমুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুল বারী ও শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এবিএ/ ০৩ ফেব্রুয়ারী