শান্তিগঞ্জ প্রতিনিধি:; পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মদের বেশী করে জানাতে হবে। এক সময়ের পরাধীন বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন করতে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার বীররা নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের জন্য বীরদের অবদান কখনো অম্লান হবার নয়, আমরা কখনো অম্লান হতেও দিবো না।
তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠি মিথ্যাচার করছে। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র করছে। এদেরকে প্রতিহত করে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তমুলক তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উজ্জীবিত করা হলে দেশে জঙ্গীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি বৃহস্পতিবার(০৩ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুনুর আলীর বসত ভিটায় প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নামের বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, জেলার শান্তিগঞ্জ উপজেলার অস্বচ্ছল ১২ জন বীরমুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় এই পাঁকা বীর নিবাস (বাড়ি) পাচ্ছেন। প্রতিটি বীর নিবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৩ লাখ।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সভপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশল আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সাইদুর রহমান, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খান, পূর্ব পাগলা ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, মুক্তিযোদ্ধা মসদ আলী, সুনুর আলী প্রমুখ।
এবিএ/ ০৩ ফেব্রুয়ারী