নবীগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
জানা যায়, উল্লেখিত স্থানে কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন যাবত একটি চক্র বালু উত্তোলন করে আসছে। ইতিমধ্যে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে এসব বালুখেকোদের জেল জরিমানা করা হলেও তাদের এ কাজ অব্যাহত রেখেছে। খবর পেয়ে বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ থানা পুলিশের সহযোগিতায় ওই স্থানে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৫) ও একই উপজেলার কয়েরগাঁও গ্রামের সেলিম মিয়া (২২) নামের ২ ব্যক্তিকে আটক করেন।
পরে দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
বিএ/৩ ফেব্রুয়ারী