নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি খামারীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাস মুরগী ও গবাধি পশুর ঘর তৈরীর উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলার ২৭ জন খামারীর হাতে এ সামগ্রী তুলেদেন। বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, সম্পদ সিংহ প্রমূখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, এই প্রকল্পের আওতায় গাভী পালনে ১৪ জন, ছাগল পালন ৫ জন, মুরগী পালন ৩ জনসহ মোট ২৭ জনকে খাদ্য ও গৃহ নির্মানের উপকরণ দেওয়া হয়।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর হল রুমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও হাঁসমুরগী পালন বিষয়ে “উন্নত ও টেকসই প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে” নির্বাচিত সুফলভোগীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
একই সাথে উপজেলা প্রাণী সম্পদদ অফিসের ক্যাম্পাসে মাঁচা পদ্ধতিতে ছাগল পালন (প্যাকেজ), সুষম খাদ্য ব্যবস্থাপনায় সোনালী মুরগী পালন (প্যাকেজ), ইউএমএস পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট (প্যাকেজ প্রযুক্তি), সুষম খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাভী পালন প্রযুক্তির প্রদর্শন করা হয়।
এবিএ/ ০২ ফেব্রুয়ারী