সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার ৫ কর্মকর্তা করোনা (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ৫ কর্মকর্তা করোনায় আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ।
এদিকে ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলছে। ব্যাংকিং কার্যক্রম ঠিকমতো সচল না থাকায় উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস ও ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকরা ভোগান্তিতে আছেন।জানা যায়, ওই ৫ কর্মকর্তার মধ্যে করোনার লক্ষন দেখা দিলে তারা নমুনা জমা দিলে তাদের রিপোর্ট পজেটিভ আসে৷ এর মধ্যে দুজন ঢাকা ও তিনজন সুনামগঞ্জে করোনা টেস্ট করিয়েছেন। সিনিয়র স্টাফসহ ৫ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় তাৎক্ষনিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ঝুলন্ত নোটিশের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কোভিড-১৯ এ আত্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলমান। এ ব্যাপারে সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, ব্যাংকের ৭ কর্মকর্তার মধ্যে ৫ জনই কোভিড-১৯ এ আক্তান্ত থাকায় ২ জনের পক্ষে লেনদেন সহ ব্যাংকিং ক্ষেত্রে বিশাল কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না বিধায় আমরা গুরুত্বপূর্ণ কাজ সমুহ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি।তিনি বলেন, আমিসহ ২ জন কর্মকর্তা সুস্থ আছি। আক্রান্তরা আইসোলেশনে আছেন।
বিএ/১ ফেব্রুয়ারী