সিলেট৭১ ডেস্ক:; ভারতে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশটির লোকসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশের সময় এই ঘোষণা দেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চালু হতে যাওয়া এই ই-পাসপোর্টে অত্যাধুনিক চিপ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের অর্থমন্ত্রীর দাবি, মানুষ সহজেই যেন বিদেশে যেতে পারেন, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই ই-পাসপোর্টে নিরাপত্তা বৈশিষ্ট্য বেশ শক্তিশালী থাকবে এবং এতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে। পাসপোর্টগুলো ইস্যু করা হবে আন্তর্জাতিক নিয়ম মেনে।
এদিকে ডিজিটাল ব্যাংকিংয়ে উৎসাহ প্রদানের কথা জানিয়ে সীতারমণ ভারতের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং শাখা তৈরি করার কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী। পাশাপাশি অ্যানিমেশন ক্ষেত্রে টাস্কফোর্স তৈরিও ঘোষণা দিয়েছেন তিনি।
মূলত অ্যানিমেশন, ভিজ্যুয়াল অ্যাফেক্টস, গেমিংস এবং কমিকসে বাড়তি জোর দিতেই এই টাস্কফোর্স গঠন করা হবে। নির্মলা সীতারমণের আশা, টাস্কফোর্স গঠন করা হলে সেটি দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
এছাড়া বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য প্রকল্পের ঘোষণা করে নির্মলা সীতারমণ বলেন, ‘শহুরে এলাকায় জায়গার অভাবের বিষয়টি বিবেচনা করে ব্যাটারি সোয়াইপ পলিসি চালু করবে কেন্দ্রীয় সরকার। এতে করে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশনের সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ব্যাটারি তৈরির বিষয়ে সেবা প্রদান করতে পারবে বিভিন্ন সংস্থা।’
অর্থমন্ত্রী হিসেবে মঙ্গলবার চতুর্থবার বাজেট পেশ করেন নির্মলা। এসময় তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ৬০ লাখ নতুন কর্মসংস্থান করা হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড়-সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।’
এবিএ/ ০১ ফেব্রুয়ারী