বিনোদন ডেস্ক:: বলিউড চলচ্চিত্র নোরা ফাতেহি রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।
এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন।[তিনি ইমরান হাশমি অভিনীত ২০১৫ সালের চলচ্চিত্র মি. এক্স এ বিশেষ ভূমিকায় অভিনয় করেন।
আইটেম গানের জনপ্রিয়তায় নোরা ফাতেহি এখন শীর্ষে। এক তো কাম জিন্দাগানি, কুসু কুসু, কামারিয়ার মতো পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন নোরা। প্রতি গানে ৫০ লাখ রুপি পারিশ্রমিক নেন লাস্যময়ী এই অভিনেত্রী