হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী স্ত্রীর ভোট যুদ্ধে হেরে গেল স্ত্রী। আর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন স্বামী বর্তমান চেয়ারম্যান মো. বুলবুল খান।
স্ত্রী মো. আসমা আক্তার লাকী শুধু ভোটেই হারেননি হারিয়েছেন জামানতও। মোট কাস্টিং ভোটের আট ভাগেরও এক ভাগ পাননি তিনি। বিজয়ী প্রার্থী বুলবুল খান পেয়েছেন ৫ হাজার ৬৬ ভোট। স্ত্রী আসমা আক্তার পেয়েছেন মাত্র ৫৯ ভোট।
জানা গেছে, নির্বাচনে স্বামীর সাথে প্রতিদ্বন্ধিতায় থাকলেও নিজের জন্য ভোট চাননি লাকী। বুলবুলের ভোট বাড়াতে তিনি ঘুরেছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্বামীর মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে এমন শঙ্কায় বিকল্প প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনি। সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ইউনিয়নে অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন যথাক্রমে, আব্দুস সামাদ নৌকা প্রতীকে ২ হাজার ১২৪ ভোট, ঘোড়া প্রতীকে আমিন খান রাজিব ৪২১ ও মখলিছ মিয়া পান ১৫০ ভোট।
শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৮২ জন। ভোট কাস্ট হয়েছে ৭ হাজার ৮২০টি। ১২টি ভোট বাতিল হয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ৭ হাজার ৮৩২টি। ভোট প্রয়োগের হার ৭৮.৪৬ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে আসমা আক্তার লাকী বলেন, মূলত বিকল্প প্রার্থী থাকতেই তিনি নির্বাচনী মাঠে ছিলেন। তাই তিনি জামানত হারালেও স্বামীর জয়ে খুশি।
এবিএ/ ০১ ফেব্রুয়ারী