বড়লেখা প্রতিনিধি:; মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন।
অপরদিকে একই অনুষ্ঠানে ৯জন স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির (লীফ) মাঝে বাইসাইকেল ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (২০২১-২০২২) আওতায় ৭ জন ব্যক্তির মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এবিএ/ ০১ ফেব্রুয়ারী