এসবিএন, সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার বলেছেন ব্র্যাকের আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষায় পিছিয়ে থাকা হাওরাঞ্চলে প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বালাবে এ আমার বিশ্বাস, সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য সুস্থ বিনোদন প্রয়োজন, আর খেলাধূলা ও সংস্কৃতি সুস্থ বিনোদনেরই অংশ, এজন্য পড়াশুনার পাশাপাশি নিজেদেরকে খেলাধূলা ও সংস্কৃতিচর্চায় মনোনিবেশ করে ভাটি অঞ্চলের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
রোববার বিকাল ৪টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ব্র্যাক কতৃক প্রতিষ্ঠিত আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, ব্রাকের সিলেট অঞ্চলের ব্যবস্থাপক কোহিনূর বেগম, দিরাই উপজেলা ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারী আব্দুর রাজ্জাক, আলোর দিশারী দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবারশির আহমেদ, সরমঙ্গল আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল হালিম, জাহিদ হাসান, ব্যবসায়ী রোকনুজ্জামান প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।