নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী সমান সংখক ভোট পাওয়ায় ঘটনার সুত্রপাত ঘটে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হন উভয় পক্ষের লোকজন। এতে নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ ছোয়াব আলীর ছেলে মারুফ আহমদ গুরুতর আহত হন। তাকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার গনমাধ্যমকে বলেন, দুই প্রার্থীর সমান ভোট পাওয়াকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারাত্বক আহত হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে কেউ এখনো কোন অভিযোগ দেয়নি বলে জানান তিনি।এর আগে, ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ।
বিএ/১ ফেব্রুয়ারী