তাহিরপুর প্রতিনিধি: সপ্তম ধাপের স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলার সব কয়টি উপজেলার নির্বাচন সম্পূর্ণ হতে যাচ্ছে। যাঁর ফলে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখতে স্বচ্ছ ও নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য, মাঠ চষে বেড়াচ্ছেন (তাহিরপুর-জামালগঞ্জ) থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার( সার্কেল) সহিদুল ইসলাম।
আজ সোমবার ( ৩১জানুয়ারি) ২টার সময় উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদে, বিট পুলিশিং এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় নির্বাচনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তাহিরপুর-জামালগঞ্জ থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সহিদুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার , এস আই আবু বকর সিদ্দিকসহ পুলিশ সদস্য ও সপ্তম ধাপের নির্বাচনে অংশ গ্রহণ কারী আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আজাদসহ সংরিক্ষত মহিলা সদস্য, সাধারণ সদস্য বৃন্দ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য, পুলিশ প্রশাসন সর্ববিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আসুন আমরা সকলে মিলে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখি। বিশৃঙ্খলা রোধে অঙ্গীকারে আবদ্ধ হই।
এবিএ/৩১ জানুয়ারি