নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলায় প্রতিদিইন বাড়ছে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার (৩১ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেওয়া তথ্য থেকে জানা গেছে জেলায় নতুন করে আরো ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় ২৮৩ জনের করোনা নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ২৮.৬%।
নতুন করে আক্রান্তদের মধ্যে ২৫০ সয্যা হাসপাতালে ১৮জন, সদর উপজেলায় ২জন, রাজনগরে ৪ জন, বড়লেখায় ১০জন, কমলগঞ্জে ৩ জন, জুড়ীতে ৫ জন, এর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত উপজেলার মধ্যে কুলাউড়ায় শনাক্ত হয়েছে ২২জন আর শ্রীমঙ্গলে ১৭ শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় সব মিলিয়ে মোট ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে মোট শনাক্ত ৯৪৪৫ জন।
জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত কুলাউড়া উপজেলায়। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা এ উপজেলায় জ্যামিতিক হারে বাড়লেও প্রশাসনের কঠোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছেনা। ফলে আক্রান্ত অনেকেই হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে বলে এলাকাবাসী জানান। আক্রান্তদের আইসোলেশনে প্রশাসনের তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেনা।
এ অবস্থায় জেলা জুড়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর প্রদক্ষেপ কামনা করছেন সচেতন মহল। তা না হলে সংক্রমণ ভয়াবহ রুপ নিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
এবিএ/৩১ জানুয়ারি