সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্রমিক সুরমান হত্যা ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় নরসিংপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাইফ শেয়ার ও ওই সংস্থার সভাপতি ফখর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল আলম, মেধা বিকাশের সভাপতি শাহীন আহমেদ, সাবেক সভাপতি মাহফুজুর রহমান বাহার, আল আমীন সাংস্কৃতিক ফোরামের সভাপতি মকবুল আলী, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি মনোয়ার আলী মনর. হাফেজ মাওলানা জুয়েল আমীন, সমাজ সেবক আখলুছ আলী রনি, পুষ্পায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফখর উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ সড়ক ও ২৩ জানুয়ারি সন্ধ্যায় দ্রুত গতির মালবাহী পিকআপ (ট্রাক) ভ্যানের ধাক্কায় নিহত স্থানীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক ও ঘিলাছড়া গ্রামের দিনমজুর আপ্তাব আলীর ছেলে সুরমান আলী হত্যার ঘাতক অদক্ষ চালক ওমর ফারুককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনসহ সর্বমহলের হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে আগামি ৭২ ঘন্টার মধ্যে সুরমান হত্যার সুষ্ঠ বিচার না হলে পরবর্তী কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে আল্টিমেটাম দেন বক্তারা।
বিএ/৩১ জানুয়ারি