হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের লাখাই বাজার থেকে লাখাই হবিগঞ্জ ডিসি রোডে যাবার পথে একটি কালভার্ট ধসে পড়ায় ভাড়ি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ঐ গ্রামসহ বাজারে আসা আশেপাশের অন্তত ৮টি গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভুক্তভোগীরা অবিলম্বে সেখানে একটি নতুন কালভার্ট নির্মাণের দাবি করেছেন।
স্থানীয়রা জানান, লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের ঐ সড়কের একটি কালভার্টের মধ্যের অংশ গত বৃহস্পতিবার বিকালে লাখাই বাজার থেকে একটি মালবাহী ট্রাক যাওয়ার পথে কালভার্টের মধ্যে অংশে ধসে পড়ে। এতে সড়কটির মধ্য স্থানে ভেঙে পড়ে ভারি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঐ সড়ক দিয়ে লাখাই হবিগঞ্জ ডিসি রোডে কমপক্ষে ৮ গ্রামের মানুষ চলাচল করেন। কালভার্টটি যান চলাচলের অনুপযোগী থাকায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্বজনগ্রামের বাসিন্দা লাখাই প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম বলেন সড়কটির অবস্থা বেহাল হয়ে আছে, যে কোন ছোট বড় গাড়ি দিয়ে বাজারের মালামাল নিয়ে আসা মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। বাজারের ব্যবসাহীরা কালভার্টটি ভেঙে সেখানে নতুন করে নির্মাণের জন্য দাবি জানান। লাখাই ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশীষ কুমার সরকার সাথে আলাপ কালে তিনি বলেন আমার গুদামের মালামাল এর রাস্তা দিয়ে আসা যাওয়া করে। অচিরেই কালভার্টটি মেরামতের জন্য ভাটি বাংলার গন মানুষের নেতা লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিক আলম আজাদ এর দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি।
এবিএ/৩০ জানুয়ারি