সুনামগঞ্জ প্রতিনিধি:; সুনামগঞ্জ জেলার হাওরের ফসল রক্ষাবাঁধের কাজের অগ্রগতি নিয়ে রবিবার (৩০ জানুয়ারি) রাত ৮ টায় জেলা কমিটির এক সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ১ মো জহুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ২ মো সামসুদদোহা ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, হাওর ও পরিবেশ আন্দোলনের সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটো,সকল ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার গণ।
সভায় জানানো হয় সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের ৭২০ টি পিআইসি অনুমোদন দেয়া হয়েছে। সব কটি পিআইসি গঠন ও সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬০২ টি পিআইসির কাজ চলমান আছে। মোট ১৩০ টি ক্লোজারের মধ্যে ১১৭ টির কাজ চলমান আছে।
জেলা কমিটির সদস্য গণ কোন কোন উপজেলার হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ শুরু না হওয়ায় এবং কোন কোন উপজেলার কাজের অগ্রগতি ধীর গতির আছে উল্লেখ করে শংকা প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। না হয় আগাম বন্যার কারণে ফসল হানী ঘটবে। বিশেষ করে খুব দ্রুত ক্লোজারের কাজ শেষ করার তাগিদ দেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান কাজের গুণগত মান ঠিক রেখেই দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান।
এবিএ/৩০ জানুয়ারি