লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পেরয় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক প্রদান করা হয়েছে।
রোববার (৩০শে জানুয়ারি) দুপুরবেলা মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক আয়োজিত সনদপত্র ও চেক প্রদান অনুষ্টান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
বক্তব্য রাখেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। অনুষ্টানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও জনপ্রতি বারো (১২) হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এবিএ/৩০ জানুয়ারি