সিলেট৭১ ডেস্ক:; বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিকী নির্বাচন চলাকালীন পরিচালক সমিতিসহ এফডিসির ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশে বাধা দেয়ায় শনিবার এফডিসি প্রাঙ্গণে সকল সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।
সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন।
সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল শিল্পী সমিতির নির্বাচনের সময় পরিচালকদের বাইরে থাকতে হয়েছে। আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ পরিচালক সমিতির সিদ্ধান্ত শিল্পী সমিতিকে পরবর্তীতে এফডিসিতে নির্বাচন করতে আমরা দেব না।’
গতকালের ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় পরিচালক সমিতি। কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই এফডিসির বর্তমান এমডির পদত্যাগ চায় পরিচালক সমিতি। তাদের দাবি, এমডিকে অপসারণ না করা হলে, কোনো কার্যক্রম হতে দেবে না তারা।
সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামীকাল এফডিসিতে শুটিং রয়েছে। এরপরই সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা যতগুলো সংগঠন পারি এফডিসির গেটের সামনে শুয়ে থেকে এমডির প্রবেশ ঠেকাব। তাকে যদি প্রবেশ করতেই হয়, আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’
সংবাদ সম্মেলনে এবারের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধেও অভিযোগ করেন সোহানুর রহমান সোহান। তাকেও এফডিসি থেকে অবাঞ্ছিত ঘোষণা দেয়া হয়।
সোহান বলেন, ‘পরীজাদা শহীদুল হারুণ প্রশাসনকে বুঝিয়েছেন আমরা থাকলে তিনি ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। আমরা সকল সংগঠন সিদ্ধান্ত নিয়েছি, পরীজাদা আমাদের সিনেমায় আর অভিনয় করতে পারবেন না।’
এবিএ/২৯ জানুয়ারি