দক্ষিণ সুরমা প্রতিনিধি;: সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেন আল্লাহ তাদের আয়-রোজগারে বরকত দান করেন। বর্তমানে দেশে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি মসজিদ সম্প্রসারণের প্রয়োজন হয়ে পড়েছে। তাই এই মহতি কাজে ধর্মপ্রাণ প্রত্যেকের এগিয়ে আসা উচিত।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের লালারগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মসজিদের মোতাওয়াল্লি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সেক্রেটারি উপজেলা আওয়ামী লীগ নেতা বশির মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মতিউর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফারুক মিয়া, প্রবাসী ফুরুক মিয়া, কামালবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল মিয়া প্রমুখ।
এমপি হাবিব মসজিদটি নির্মাণ প্রকল্পে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান বরাদ্দের আশ্বাস দেন।
উল্লেখ্য, মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা।
আইআর/২৯ জানুয়ারি