ওসমানীনগর প্রতিনিধিঃঃ সিলেটের ওসমানীনগরে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনের রেখে উপজেলা জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিপুল উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে শেষ সময়েও জমজমাট প্রচার প্রচারণার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
কাক ডাকা ভোর থেকে বাঁশির ভুভু ডাক, শিল্পীদের গানের রেকর্ড বাজিয়ে কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস এবং স্লোগানে স্লোগানে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। পাড়া মহল্লাসহ নিজ নিজ এলকায় নিজ নিজ সমর্থনে উঠান বৈঠকের পাশাপাশি সমর্থন আদায়ে ব্যস্থ সময় পার করছেন প্রার্থীরা। সব মিলিলে উপজেলা জুড়ে নির্বাচনী হাওয়ায় বইছে। আগামী ৩১ জানুয়ারি নির্বাচন উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়নে ৩৪জন চেয়ারম্যান প্রার্থী ৮৮ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ২৭৮ সাধারণ সদস্যসহ মোঠ ৪০৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী বৈতরণী পার হতে নির্বাচনী মাঠে প্রার্থীরাও অবলম্বন কররছেন নানা কৌশল। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহনে হাফ ছাড়ছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও। স্বচ্ছ ভোটের প্রত্যাশায় সাধারণ ভোটারদের নানা ভাবে প্রভাবিত করে নিজনিজ সমর্থন বৃদ্ধিতে ব্যস্থ রয়েছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে শীতের ছুটি আর নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে অংশ নিতে ইউরোপ আমেরিকাসহ মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছেন বহু কর্মী সমর্থকও। পছন্দের প্রার্থী কিংম্বা দলীয় নেতাকে বিজয়ী করতে এসব প্রবাসী রাত দিন চালিয়ে যাচ্ছেন নির্ঘুম প্রচারণা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাঁটবাজারে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সকল অলিগলি। হাটবাজার গ্রামের ভিতরের জনসমাগমের স্থান বিভিন্ন প্রতিষ্ঠান দোকানপাট সর্বত্র গাছে গাছে টানানো হয়েছে প্রার্থীদের প্রতিক সম্বেলিত পোস্টার। উপজেলার ব্যস্ততম বাজারগুলোর অলিগলিতে অসংখ্য চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সারি সারি ব্যানার পোস্টারে জাগিয়ে তুলছে নির্বাচনী আমেজ। দিনরাত প্রার্থীদের শত শত কর্মী নিরলসভাবে সময় পার করছেন এসব পোস্টার ও ব্যানার টানানোর কাজে। সভা সমাবেশে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭৮টি ভোট কেন্দ্রে ৪২৯টি বোথে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারীসহ মোট ১ লক্ষ ৪৬ হাজর ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম বার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিবেন উপজেলাবাসী। তাই ভোট প্রধান নিয়েও ভোটারদের মনে নানা উৎসাও লক্ষ করা যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি বাছাইয়ের দিনে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার শেষ দিনে ৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৫জন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হলে প্রচার প্রচারণা শুরু হয়। আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বিএ/২৯ জানুয়ারি