সিলেট৭১ ডেস্ক:: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২ এর উদ্বোধন হয় গতকাল বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সারাদেশের জেলা পর্যায়ে আবৃত্তি অনুষ্টানের সিলেট জেলা শিল্প কলা একাডেমীতে বিকেল ৫টা থেকে আবৃত্তি অনুষ্টান শুরু হয়। “জন্মের সূবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে” স্লোগানকে সামনে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২ অনুষ্ঠিত হয়।
আলোচনার পর আবৃত্তি অনুষ্ঠানে বেশ কয়েকটি সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর অংশগ্রহণ করে। কবি বিমল করের কবিতায় ও গ্রন্থনায় তুমিই আমার বাংলাদেশ নির্মাণটি বিপ্রদীপ করের নির্দেশনায় ও তাহিয়া ইয়াছমিন মিমের সঞ্চালনায় উপস্থাপন হয়। ১০ মিনিটের পরিবেশনে একটি তুমি, তোমাকে দেখেছি, আমার বাড়ি ও তুমি আমার বাংলাদেশ বঙ্গবন্ধুকে নিয়ে এই ৪টি কবিতা আবৃত্তি কন্ঠে উচ্ছারিত হয়। কন্ঠস্বরে আবৃত্তিকে প্রাণবন্ত করেন প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, ত্রিপর্ণা দেব, অনুশ্রী চন্দ্র তুলি, প্রান্ত দাস, হিমেল মাহমুদ ও আশরাফ আহমদ আবৃত্তি শিল্পিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান।
এবিএ/২৭ জানুয়ারি