সিলেট৭১ ডেস্ক:; সিলেটে বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান, ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন সিলেট বিভাগের সকল সিভিল সার্জনবৃন্দ।
যুক্ত ছিলেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নুরে আলম শামীম, সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, ইউনিসেফের হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী, ডব্লিউএইচও ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. এসএম খালিদ বিন লুৎফুর, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নবজ্যোতি দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মে জয় দত্ত, সহকারি পরিচালক (নার্সিং) (ভারপ্রাপ্ত) কনিকা রানী দাস, সিলেট সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সূজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর প্রশাসনিক অফিসার এম গৌছ আহমদ চৌধুরী, পরিসংখ্যানবিদ ফনিভূষণ সরকার।
সমন্বয় সভা থেকে বলা হয়, সিলেট বিভাগের মোট জনসংখ্যা হলো ১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৪শত ৬৪জন। এদের মধ্য থেকে ভোটার ৭২ লাখ ৮০ হাজার ৮শত ৬ জন, টিকাপ্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৫৮ হাজার ৭০৪ জন, ১২ বছরের বেশী ও ১৮ বছরের নীচের শিক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৬০ হাজার ৩শত ৭২জন শিক্ষার্থী সহ মোট ৮১ লাখ ৯৯ হাজার ৮শত ৮২জনকে টিকা প্রদান করা হবে। এর বিপরীতে টিকা গ্রহণ করেছেন ৫৭ লাখ ৬৪ হাজার ১৫৬জন, যা শতকরা হিসেবে ৭০ দশমিক ৩%।
তবে বিভাগের মোট জনসংখ্যার অনুপাতে ১ম ডোজ হিসেবে ৪৯ দশমিক ২৩ শতাংশ মানুষের মাঝে টিকা প্রদান করা হয়েছে।
এবিএ/২৭ জানুয়ারি