রেদওয়ান রুম্মান (বড়লেখা, মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) শাহবাজপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
আদালত সূত্রে জানা গেছে,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার স্যারের নির্দেশনা মোতাবেক টিলা কর্তনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা নগদে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।উক্ত অভিযানে সহায়তা প্রদান করেন বড়লেখা থানা পুলিশ।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এবিএ/২৭ জানুয়ারি