সিলেট৭১ ডেস্ক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় , পেনহিল লজিষ্টিকস্ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় , ১ম বিভাগ ক্রিকেট লীগের স্বনামধন্য ১০ (দশ) টি ক্লাবের অংশগ্রহণে ও ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় অনুষ্টিত হয়।
“পেনহিল লজিষ্টিকস লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২০২২’’ এর আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খেলায় উক্ত লীগের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জিমখানা ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় তথা উক্ত লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং উক্ত লীগে রানার-আপ হয় জিমখানা ক্লাব।
মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে জিমখানা ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। জিমখানা ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আল-আমিন ৪২ রান, সাইদ ৩৭ রান, জাবেদ ২৭ রান ও গালিব ২৪ রান সংগ্রহ করেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে তাজিন ২ উইকেট আজাদ ও মাহবুব ১ টি করে উইকেট করে লাভ করেন। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুষার অপরাজিত ৮৩ রান, তোফায়েল ৪৮ রান, তান্না ৩৬ রান ও অর্ক ৩১ রান সংগ্রহ করেন এবং জিমখানা ক্লাবের পক্ষে আল-আমিন, জাবেদ ও সফর ১ টি করে করে উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তুষার (অপরাজিত ৮৩ রান)।
ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত হয়। ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ.এইচ.এম. মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান পেনহিল লজিষ্টিকস লিমিটেড এর প্রতিনিধি সাদত হোসেইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি উক্ত লীগে স্পন্সর করার জন্য স্পন্সর প্রতিষ্ঠান পেনহিল লজিষ্টিকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সহ-সভাপতি সাহেদ শামস সহ সকল কর্মকর্তার প্রতি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী ও মস্তাক আহমদ পলাশ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ ও কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, জিমখানা ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম. ইকরাম, ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই, মুফতি তাহের আহমদ, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ রানা মিয়া প্রমুখ।
এবিএ/২৭ জানুয়ারি