সিলেট৭১ ডেস্ক:: সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে নগরীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর জামতলাস্থ নিজ কার্যালয়ে প্রায় ২’শ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চেম্বার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সহ-সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, তাসমিন আক্তার, নাসরিন বেগম, রাহিলা জেরিন কানন, বিউটি বর্মন, সদস্য সামসুন নাহার প্রমূখ। এছাড়াও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবার প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে উইমেন চেম্বার। প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাষ্ট্রকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে তৃণমুল পর্যায়ে অসহায়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার জোর আহবান জানান।
এবিএ/২৭ জানুয়ারি