সিলেট৭১নিউজ ডেস্কঃঃ আজ ২৭ জানুয়ারি, ২০২২, বুধবার। ১৪ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭ তম (অধিবর্ষে ২৮ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
৪৪ – সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।
১৯৭৩ – প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম:
১৭৫৬ – ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
১৭৮২ – তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
১৮৯১ – রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ।
১৯০৫ – আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
১৯৩২ – ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লেখক লুই ক্যারল।
১৯৩৪ – এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
মৃত্যু:
১৮৬০ – ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।
১৯০১ – জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৯১৭ – নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
২০০৫ – শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।
২০০৭ – সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
বিএ/২৭ জানুয়ারি