সিলেট৭১ ডেস্ক:: গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার আড়ানী ঝিনা ও পদ্মার চরের পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুকুর ও শিয়াল তাড়া করতে গিয়ে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলার আড়ানী ঝিনা গ্রামে কুকুরের কামড়ে আহতরা হলেন- আফরোজা (৪৫), আবদুস সাত্তার (৬০), বেগম আরা (৪৫), দোলেনা বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৪), আয়েশা খাতুন (৩) ও সাইদুর রহমান (৩৫)। এছাড়া অজ্ঞাত দুই পথচারী ও দুজন ভিক্ষুক আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি।
এই ১১ জন এক সপ্তাহের ব্যবধানে আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারপাড়া তিন রাস্তার মোড়ে কুকুরের কামড়ে আহত হন।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহতরা ভ্যাকসিন নিয়েছেন। আপাতত তারা সবাই ভালো আছেন।
অপরদিকে সোমবার শিয়ালের কামড়ে উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের আহতরা হলেন- বাদশা আলী (৩৫), পলাশ হোসেন (২১), মহিম হোসেন (২), রুবেল আলী (২৬) ও রুহুল আমিন (৩০)।
চকরাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান শিশির জানান, কয়েক দিন ধরে একটি শিয়াল এলাকায় ঘোরাফেরা করছিল। ওই শিয়ালটিকে তাড়া করলে সে কামড় দেয়। এতে তারা আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ জানান, পাগলা কুকুর ও শিয়ালের কামড়ে আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এবিএ/২৬ জানুয়ারি