নিজস্ব প্রতিবেদন:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৮ জন শিক্ষার্থী টানা ৭ দিন অনশন কর্মসূচি পালনের পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙেন। নিজ হাতে শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান তিনি। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। ছিলেন না শিক্ষক সমিতির কোনো সদস্যও।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এসময় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে না ডাকায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষার্থী জানান, অনশন ভাঙার সময় কোনো শিক্ষক বা শিক্ষক সমিতির কাউতে ডাকা হয়নি।
এর আগে মঙ্গলবার রাতে সস্ত্রীক ঢাকা থেকে সিলেট আসেন জাফর ইকবাল। ভোরে গিয়ে উপস্থিত হন শিক্ষার্থীদের পাশে। শীতে জবুথবু শিক্ষার্থীরা তাকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। এসময় কান্নায় ভেঙেন পড়েন তিনিও। দীর্ঘ দুই ঘণ্টা কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। শেষে আন্দোলন অব্যাহত রাখার শর্তে অনশন থেকে সরে আসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা।
এবিএ/২৬ জানুয়ারি