হবিগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ১৬ জন ছাত্রী মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ফলে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে ছাত্রীদের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের সুপার ইনচার্জ কল্পনা রাণী ঘারামী।
স্থানীয়রা জানান, সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইনস্টিটিউটের ছাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। করোনা পরীক্ষার শুরুতেই এক সঙ্গে ১৬ ছাত্রী ও একজন শিক্ষকের করোনা পজেটিভ আসলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফলে ইনস্টিটিউটের সব ছাত্রীদের ছুটি দিয়ে নার্সিং ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপার আরও জানান, ইনস্টিটিউটের ছাত্রীরা হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সদের সঙ্গে অনুশীলন করতেন। আপাতত তাদের অনুশিলন বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষের অনুমতিতে আবারও নার্সিং ইনস্টিটিউট চালু করা হবে।
বিএ/২৪ জানুয়ারি