হবিগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জে এক সপ্তাহে ১০ জন বিচারক মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলার বিচার বিভাগে কর্মরত মোট ২৬ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচারকাজ। রোববার (২৩ জানুয়ারি) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন- ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
নাজির শাকিল আরও জানান, গত এক সপ্তাহে জেলা জজ শীপের ৫ জন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের ৫ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ আদালতের পরিদর্শক আনিসুর রহমান জানান, ১০ জন বিচারক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুনেছি। তবে আদালতের কার্যাক্রম স্বাস্থ্যবিধি মেনেই চালানো হচ্ছে।
বিএ/২৪ জানুয়ারি