সিলেট৭১ ডেস্ক:: শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, বিষয়টি পর্যবেক্ষণ এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। সৃষ্ট পরিস্থিতিতে ,শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানের দাবী জানাচ্ছে।
শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায়, আমিনুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট আয়োজিত কার্যানির্বাহী কমিটির সভায় এই উদ্বেগ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, বিধুভূষণ ভট্টাচার্য, শামসুল বাসিত শেরো,বিপ্লব শ্যাম পুরকায়স্থ, অনিমেষ বিজয় চৌধুরী, আবিদ ফায়সাল,খোকন ফকির,সুকান্ত গুপ্ত,অমিত ত্রিবেদী,সৈয়দ সাইমূম আনজুম ইভান,আশরাফুল ইসলাম অনি প্রমুখ।।
এবিএ/ ২২ জানুয়ারি