মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে শনিবার (২২ জানুয়ারি) নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা রোগী। আর করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ২১ জন।
শনিবার (২২ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে জেলায় মোট ৮৮ জনের করোনা পরীক্ষায় ৫২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ৫৯%। প্রতিদিন জেলার করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ নিচ্ছে। অথচ প্রশাসনের তেমন কোন তৎপরতা যেমন দেখা যাচ্ছেনা তেমনি সাধারণ মানুষও বেপরোয়া মনোভাব নিয়ে চলাফেরা করছেন।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে। মৌলভীবাজারের ১৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৯ দশমিক ২ শতাংশ।
নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। এর বাইরে সদরে-০৩,কুলাউড়ায় ১৩ জন, রাজনগরে ৩ জন, শ্রীমঙ্গলে ৭, জন,কমলগঞ্জে ৪জন, বড়লেখায় ২১ জন করোনা শনাক্ত হয়েছে।
নতুন ৭৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৫৫১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২ জন। হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২২ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮৮৫ জন।
এবিএ/ ২২ জানুয়ারি