মৌলভীবাজার প্রতিনিধি : :: মৌলভীবাজারে একদিনে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মৌলভীবাজারের ২০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৮ দশমিক ৪ শতাংশ।
নতুন শনাক্ত ৭৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এর বাইরে কুলাউড়ায় ২১ জন, রাজনগরে ৭ জন, শ্রীমঙ্গলে ৮ জন,কমলগঞ্জে ৪জন, বড়লেখায় ৭ জন এবং জুড়ীতে ০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন ৭৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ৭২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২২ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৬৭১ জন।
এবিএ/ ২০ জানুয়ারি