শাবিপ্রবি প্রতিনিধি:: শিক্ষার্থীদের আচরণের সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশ। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোনো ব্যানার ছাড়াই মানববন্ধন করেন তাঁরা।
সাধারণ শিক্ষকদের নামে করা এ মানববন্ধনে শিক্ষকেরা বলেন, ‘শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক হই। একটা সমাধানের জন্য আলোচনায় না এসে তারা ঢালাও ভাবে ভিসি, প্রভোস্ট পদত্যাগ চাইছেন, একজন ভিসি যাবে আরেকজন আসবে কিন্তু সমাধানের পথে কেউ আসতে চাইছে না। সমাধানে কেউ বুঝতে চাইছে না।’শিক্ষকেরা আরও বলেন, ‘শিক্ষকেরা জাতির বিবেক। আমরা ছাত্রদের গড়ে তুলি। তাঁরা আমাদের সন্তানের মতো। আন্দোলন করতে গিয়ে তাঁরা আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে। যেকোনো একজন শিক্ষকের জন্য সব শিক্ষকদের নিয়ে তাঁরা এভাবে বলতে পারে না। যে ভুল হয়ে গিয়েছে সেটা খতিয়ে না দেখে ভিসির পদত্যাগের দাবিতে চলে গেলেন। আমরা এতবার আপনাদের কাছে গিয়ে সমাধানে আসতে চাইলাম কিন্তু আমাদের কোনো কথাই শোনা হলো না, কোনো সময়ই দেওয়া হলো না।’
এ সময় শিক্ষকদের হাতে বেশ কিছু পোস্টার দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘শিক্ষক-শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি চাই’, ‘প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা চাই’, ‘দেশ গড়েছেন শিক্ষকেরা, আজ আমরা অশালীন ভাষায় আক্রান্ত, আক্রান্ত দেশের সকল শিক্ষক সমাজ’, ‘আমরা শিক্ষক, আমরা চাকর!’ , ‘শিক্ষকদের নিয়ে অশালীন আচরণ বন্ধ হোক’ শাবিপ্রবির নারী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’ ইত্যাদি।এ সময় উপাচার্যের পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, ‘এটা প্রশাসনের বিষয়। সময় নিয়ে প্রশাসন এটা সমাধান করবেন। তবে শিক্ষার্থীদের এমন কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।’ মানববন্ধনে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. লায়লা আশরাফুন, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. আবু সাইদ আরফিন, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খানসহ প্রমুখ।
বিএ/২০ জানুয়ারি