তাহিরপুর প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিভিন্ন রূপে আঁকার ধারণ করায়’ (ওমিক্রন নামে অবহিত করেছেন বিশেষজ্ঞগন ) এর প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে হ্যান্ড মাইক নিয়ে প্রচারাভিযান করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
আজ ১৯ই জানুয়ারি বুধবার সন্ধ্যার সময় উপজেলার সদর বাজারে প্রচারাভিযান পরিচালনা করেন।
এসময় সঙ্গে ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা,সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাজন চন্দ সাংবাদিক আবুল কাশেমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ প্রমুখ ।
প্রচারাভিযানে তিনি বলেন, মাস্ক পরিধান না করে কেউ বাহিরে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বেড় হবেন না। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। অন্যথায় মোবাইল কোর্ট অভিযানে জরিমানা আদায় করা হবে ।
এবিএ/ ১৯ জানুয়ারি