সিলেট৭১ ডেস্ক:; সিলেট জালালবাদ থানার আখালিয়া দুসকী এলাকায় সন্ত্রাসী হামলায় তিনজন নারী সহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, দুসকী এলাকার মুজিবুর রহমানের মেয়ে নাছিমা বেগম, স্ত্রী সাজেদা বেগম, ছেলে আনোয়ার হোসেন, রশিদ মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও বখন মিয়ার ছেলে ফারুক মিয়া। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলার ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আখালিয়া বড়গুল এলাকার মৃত ডা. মিসকীন আলীর ছেলে মঈন উদ্দিন মিয়া, দুসকী এলাকার মনির মিয়া, দুলাল মিয়া, রাবেয়া বেগম, রুমা বেগম সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন সন্ত্রাসী মুজিবুর রহমানের বসতভিটা দখলের উদ্যেশে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরবাড়ি ভাংচুর, দোকান লুঠপাট ও বাড়ির গাছপালা কেটে নিয়ে যায়।
মুজিবুর রহমানের পরিবার সুত্রে জানা গেছে, সন্ত্রাসীরা ধারালো অস্র দিয়ে দুসকী এলাকার নাছিমা বেগম, সাজেদা বেগম, কুলসুম বেগম, ফারুক মিয়া ও আনোয়ার হোসেনের উপর মারাত্মক হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের প্রাণে মারার উদ্যেশে হামলা চালালে তারা মারাত্মক রক্তাক্ত জখম হন।
তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএ/ ১৯ জানুয়ারি