শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শাল্লার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল মুক্তাদিরের হোসেনের উপর দৈনিক জনবানী পত্রিকার শাল্লা প্রতিনিধি ও দৈনিক শাল্লার খবরের সম্পাদক বাদল চন্দ্র দাসের উপর হামলা করেছে ইউএনও অফিসের কর্মচারী সুব্রত কুমার দাস।
বুধবার সকাল সাড়ে ১১ টায় ঘুঙ্গিয়ারগাঁও বাজারের নাঈমের দোকানে এই হামলা চালানো হয়। সাংবাদিক বাদক চন্দ্র দাস বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সুব্রত কুমার দাসকে আসামী করে শাল্লা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক বাদল চন্দ্র দাসের ঠিকাদারী প্রতিষ্ঠান অয়ন্তী এন্টারপ্রাইজ মুজিবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের মালামাল সরবরাহ করেন।
এই মালামাল সরবরাহকৃতের ৪৭ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাওয়া রয়ে যায়। উল্লেখিত টাকাগুলো না পাওয়ায় সিলেট বিভাগীয় কর্মকর্তার কাছে ইউএনও’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগ দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষিপ্ত হন। এরপরই উনার অফিসের কর্মচারী সুব্রত কুমার দাসের নেতৃত্বে বাদল চন্দ্র দাসের উপর হামলা চালানো হয়। পরে উপজেলার সংবাদকর্মীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী বাদল চন্দ্র দাস বলেন, পুর্বপরিকল্পিত ভাবে ইউএনও আল মুক্তাদিরের নির্দেশে আমার উপর হামলা চালানো হয়। এবং ইউএনও’ র বিরুদ্ধে দেয়া অভিযোগের প্রয়োজনীয় কাগজপত্রাদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়।
শাল্লা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল মুক্তাদির হোসেন বলেন, ঘটনার কিছুই আমি জানি না। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
এবিএ/ ১৯ জানুয়ারি