এসবিএন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদল এডভোকেট রফিকুল হক বলেছেন, যে মাতৃভাষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল, সেই শহিদদের আত্মদান আজ উপেক্ষিত।
ভাষা আন্দোলনের ৬ দশক পরও আমরা বাংলা ভাষাকে সর্ব ক্ষেত্রে চালু করতে ব্যার্থ হয়েছি। আমাদের মায়ের মত দেশকে ভালবাসতে হবে। বাংলা ভাষাকে সর্বত্র চালুকরণ এখন সময়ের দাবী হয়ে উঠেছে।
তিনি গতকাল বৃহস্পাতিবার ব্র্যাক ব্যাংক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্র্যাক ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক আবুল হক সরদারের সভাপতিত্বে ও কাস্টমার সার্ভিস ম্যানেজার মাধব চন্দ্র কর্মকারের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক’র রিজিওনাল ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ মাসুদুল আলম মামুন, লেখক ও সাপ্তাহিক নকশী বাংলা’র সম্পাদক সালেহ আহমদ হোসাইন, সমাজ সেবক ইফতেখার হোসেন বিপুল, সিলেট জেলা যুবলীগের সদস্য কয়েছ মিয়া, ব্যবসায়ী মুকিতুর রহমান জায়গীরদার।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা সাফায়েত শামীম চৌধুরী, জাহিদ আহমদ চৌধুরী, মিনাক্ষী দাস, শতাব্দি সেন শর্ম্মা, সৌরভ রয়, বনানী দত্ত চৌধুরী, উম্মে রিজওয়ানা, ফিরোজ আহমদ, সাইদুজ্জামান, দেলওয়ার আলম, ফটো সাংবাদিক জাকির হোসেন দিপু, ব্যাংক কর্মচারী মুরাদ আহমদ প্রমুখ।