সিলেট৭১নিউজ ডেস্ক:: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় কাজ করার সময় তিন শ্রমিক বিদ্যুতায়িত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
আহতরা হলেন— ইলেক্ট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও সহকারী প্রকৌশলী মো. রবিন (৪২)। পুলিশ কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, বিএসআরএমের কারখানায় বিদ্যুতের কাজ করছিলেন কারখানার বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিন জন আহত হন। পরে কারখানার সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সন্ধ্যা ৭টার দিকে মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় বিদ্যুতায়িত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এদের মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
বিএ/১৮ জানুয়ারি