কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাট উপজেলায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। কেটে দেয়া হয়েছে তার হাত ও পায়ের রগ।স্বজনদের অভিযোগ, হত্যা মামলার সাক্ষী হওয়ায় আসামিরা এই হামলা চালিয়েছে।গুরুতর আহত অবস্থায় আব্দুর রব নামে ওই সাংবাদিককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে রোববার দুপুরে এই ঘটনা ঘটে।আব্দুর রব সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বিজয়কণ্ঠ নামের একটি স্থানীয় দৈনিকের কানাইঘাট প্রতিনিধি।কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে থানা পুলিশ জানায়, লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের নির্মানাধীন লোহাজুরি জামে মসজিদের সামনে আব্দুর রবের ওপর ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।হামলাকারীরা তার হাত-পায়ের রগ কেটে পালিয়ে যায়। তার চিৎকারে মসজিদের শ্রমিক ও আশপাশের লোকজন গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ওসমানী মেডিক্যালে।স্থানীয়রা পুলিশকে জানায়, হামলাকারীরা হলেন উপজেলার এরালীগুল গ্রামের আলা উদ্দিন মড়ই, জুনেদ আহমদ, মিকির পাড়া গ্রামের আব্দুল কাইয়ূম, মাহিন আহমদ, আব্দুশ শহিদ, ফখর উদ্দিন সহ কয়েকজন। তারা স্থানীয় নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামি।
আব্দুর রবের স্বজনরা জানিয়েছেন, ওই হত্যা মামলার সাক্ষী তিনি। হত্যার ঘটনা ঘটে কয়েক মাস আগে, উপজেলার এরালীগুল গ্রামে।পরিবারের অভিযোগ, ওই মামলার সাক্ষী হওয়ার কারণেই রবের ওপর আসামিরা হামলা করেছে। এর আগে হত্যা মামলার আসামি আলা উদ্দিন মড়ই গত শনিবার রাতে আব্দুর রবকে হুমকি দেন।কানাইঘাট থানার পরিদর্শক জাহিদুল হক জানান, হামলাকারীদের আটকের জন্য অভিযান চলছে।
বিএ/১৮ জানুয়ারি