সিলেট৭১ ডেস্ক:: শাবিপ্রবি ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বর্বর পুলিশি হামলা ও হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে আজ ১৭জানুয়ারি’২২ বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠন সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,মদনমোহন কলেজ শাখার সংগঠক সাকিব রানা, দোয়েল রায় প্রমুখ।
বক্তারা বলেন, শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীর উপর টিয়ার শেল,রাবার বুলেট,সাউন্ড গ্রেনেডসহ পুলিশের ব্যাপক লাটিচার্জে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খোদ ভিসির নির্দেশে ছাত্রদের উপর এই হামলা শুধু অগনতান্ত্রিকই নয়,বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথেই সাংঘষিক। শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রী হলের সংকট নিরসন ও প্রভোস্ট কমিটির পদত্যাগের দারিতে শিক্ষার্থীদের আন্দোলনের উপর প্রথমে ছাত্রলীগ হামলা করে। হামলার পরও আন্দোলন চলমান থাকে। একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও পরবর্তীতর উপাচার্যকে ঘেরাও করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সমস্যার কোন সুষ্ট সমাধান তো দেনই নি,বরং এই গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশি হামলা করান।
এই ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের উপর ন্যাক্কারজনক হামলাই শুধু নয়, ক্যাম্পাসে পুলিশ দিয়ে ছাত্রদের পেটানো নজিরবিহীন। এদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশী হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো মেনে নেয়নি। ভবিষ্যতের তীব্র ছাত্র আন্দোলনই এর সমুচিত জবাব দেবে। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য হল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন। যা অযৌক্তিক।”
নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি মেনে নিয়ে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানান। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
এবিএ/১৭ জানুয়ারি