তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ বিড়ি পাথরসহ বারকী নৌকা আটক করেছে বিজিবির জোয়ান।
সোমবার (১৭ জানুয়ারি) ভোরে চানঁপুর বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে ৪৯,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৮৩,৩০০/- টাকা।
অন্য অন্য দিকে ১৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৪টার সময় লাউরগড় বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মকছেদপুর নামক স্থান হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৬,০০০/
অন্য দিকে ১৬ জানুয়ারি রবিবার ১১টা ৪০ মিনিটের সময় চারাগাঁও বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৭,৫০০/- টাকা।
অপর দিকে ১৬ জানুয়ারি লাউরগড় বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৫টি বারকি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২,৫৩,৬০০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পরিচালকমোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভারতীয় পাথর, বারকি নৌকা, বিড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবিএ/১৭ জানুয়ারি