হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগানে কিশোর সুমন মুন্ডা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ভাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর পুর্বে রোববার রাতে নিহত সুমন মুন্ডার মা বাণী মুন্ডা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, মধুপুর চা-বাগানের সুনীল মুন্ডার ছেলে সবুজ মুন্ডা ও বুধু মুন্ডা।
বাহুবল মডেল থানার থানার (ওসি) রকিবুল হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলা দায়েরের পরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মামলার এজাহারনামীয় আসামী। পুলিশ অন্যান্য আসামীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মামলায় উল্লেখ করা হয়, প্রায় ৩ সপ্তাহ আগে সুমন একজন মেয়ের সঙ্গে ছবি তুলে সেটি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে তার সঙ্গে সবুজ ও বুধুর ঝগড়া হয় এবং তারা সুমনকে মারপিট করেন। সে সময় থেকেই সুমন নিখোঁজ ছিলেন। সবুজ ও বুধু দুই ভাইসহ আরো কয়েকজন মিলে সুমনকে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এর পুর্বে গত শনিবার বিকেলে স্থানীয় লোকজন মধবুপুর চা বাগানের একটি বনে সুমনের পঁচন ধরা মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সুমন মুন্ডা মধুপুর চা বাগানের পরিমল মুন্ডার ছেলে।
এবিএ/১৭ জানুয়ারি