শাবিপ্রবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ডিসি (উত্তর) আজবার আলী শেখ সহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।এরমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে ডিসি (উত্তর) আজবার আলী শেখ বলেন, এ ঘটনায় পুলিশের ১০সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন একজন।এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সাড়ে ৫টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এসময় শিক্ষার্থীরা সেখান থেকে একটু পিছু হটে ইট পাটকেল ছুড়তে থাকেন।পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তালা ভেঙে অবরুদ্ধ অবস্থা থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেয় পুলিশ সদস্যরা। ঘটনার পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএ/১৭ জানুয়ারি