স্টাফ রিপোর্ট:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ আন্দোলনরতদের হটিয়ে দিতে টিয়ার শেল, শটগানের গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিনকে তালা ভেঙ্গে উদ্ধার করে পুলিশ। তাকে নিজ বাসভবনে পৌঁছে দিয়েছে পুলিশ। তিনি বিকেল ৩টা থেকে ক্যাম্পাসের আইসিটি ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ ছিলেন।
সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সড়িয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও টিয়ার গ্যাস শটগানের গুলি এবং সাউন্ড গ্রেনেড দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় আধঘন্টা সময় ধরে সংঘর্ষে ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
সট- আজবাহার আলী শেখ, ডিসি .এসমএমপি, সিলেট
এবিএ/১৬ জানুয়ারি