সিলেট৭১ ডেস্ক:: বিলপার যুব সমাজের উদ্যোগে ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে বিলপার লাল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটির আয়োজন করা হয়।
লিটন আহমেদ ও শহিদ আহমদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিলপার পঞ্চায়েত কমিটি সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জবান আহমদ জবান ও কোষাধ্যক্ষ শেখ রাজা মিয়া, এ্যাপোলো ক্লাবের সভাপতি আসলাম কবির, সিলেট জেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, যুক্তরাজ্য প্রবাসী শহীদ আহমদ, ক্রীড়ানুরাগী কাতার প্রবাসী শেখ সাদ্দাম হোসেন। এছাড়াও হ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার যুব সমাজ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিলপার যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে ভাল মনমানসিকতা গড়ে তুলে। মাদকাসক্তি থেকে যুব সমাজ বাঁচিয়ে রাখে। শরীর সুস্থ রাখে। তাছাড়া খেলার ধুলার মাধ্যমে জীবনে ভাল কিছু অর্জন করা সম্ভব। এজন্য তারা ছোট শিশুদের এখন থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেন। বড়দের কাজের পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করেন।
চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়ার কামাল আহমদ ও আকমল হোসেন হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও রানাস আপ দলের ইমন ও জায়েদকে মোবাইল ফোন তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিলপার যুব সমাজের নেতৃবৃন্দ।
এবিএ/১৫ জানুয়ারি