শাবিপ্রবি প্রতিনিধিঃঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-র হল প্রভোস্টের (হলের শাখা বা বিভাগের প্রধান) পদত্যাগের দাবিতে গভীর রাতে আন্দোলনে নেমেছেন ছাত্রীরা। বৃহস্পতিবার রাতে এই আন্দোলনে নামেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের (২য় ছাত্রী হল) অব্যবস্থাপনা ও প্রভোস্টের দুর্ব্যবহারের প্রতিবাদে হলের বাইরে ছাত্রীরা এ আন্দোলন করেন।ক্যাম্পাসের আন্দোলনকারী ছাত্রীরা জানান, এ ব্যাপারে হলের আবাসিক ছাত্রীরা প্রভোস্টের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে চাইলে- তিনি আসতে অসম্মতি জানিয়ে উল্টো ছাত্রীদের বলেন ‘বের হয়ে গেলে বের হয়ে যাও। আমি আসতে পারবো না।’ তিনি ছাত্রীদের প্রশ্ন ছুড়ে দেন ‘কেউ কি মারা গেছে? মারা গেলে তখন দেখা যাবে-জানিয়ে বলেন, ‘আমার ঠ্যাকা পড়ে নাই। এমন মন্তব্যের পাশাপাশি একাধিক অসম্মানজনক ও আপত্তিকর বাক্য ব্যবহার করেন।
এদিকে, প্রভোস্ট না এলে হলের ছাত্রীরা ত্রিশ মিনিটের মধ্যে হল ছেড়ে বেরিয়ে যাবে এমনটি জানালে প্রভোস্ট বলেন, ‘বের হয়ে যাও। লজ্জা থাকলে রুমে ঢুকবা না।’ ২য় ছাত্রী হলের প্রভোস্টের স্বেচ্ছাচারী এমন আচরণ ও দুর্ব্যবহারের প্রতিবাদে ছাত্রীরা মধ্যরাতে বাইরে আন্দোলন করেছেন।
বিএ/১৪ জানুয়ারি