সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) ভোর আড়াই টার সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুমের বড় সন্তান আবু সুফিয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, দীর্ঘ দিন তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতনিসহ অনেক আত্মীয় স্বজন । কর্মময় জীবনে তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক (সংগ্রাম কমিটির সদস্য), বাদাঘাট ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত সফল চেয়ারম্যান, মহান সাধক হযরত শাহ জালাল (র) এর ৩৬০ আউওলিয়ার অন্যতম সফর সঙ্গী, হযরত শাহ আরফিন( র) মাজার কমিটির সভাপতি, লাউরগড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বাদাঘাট কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা, সফল ব্যবসায়ী। সফল রাজনীতি বিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা যুবলীগ -ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম,তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন রাফী, সাধারণ সম্পাদক আলম সাব্বির, দপ্তর সম্পাদক রোকনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির সম্মানিত সদস্য রাজন চন্দ,ও আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আজ বিকাল তিন ঘটিকার সময় উনার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ।
বিএ/১৩ জানুয়ারি